Friday, March 25, 2016

ভারতীয় পত্রিকার খবর : বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন বিচারপতি এসকে সিনহা

পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি আবু সঈদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তাঁকে ঘিরেই প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সরকার আবর্তিত।মন্ত্রী ছিলেন সর্বসাকুল্যে ১১ জন। ১৯৭২ এর ১২ জানুয়ারি প্রতিষ্ঠিত সরকার বেশি দিন দায়িত্ব পালন করতে পারেনি। ১৯৭৫ এর ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীতে সংসদীয় রীতির পরিবর্তে রাষ্ট্রপতি চালিত সরকার চালু হয়। রাষ্ট্রপতি হন মুজিবুর রহমান। ছ’মাস বাদে ১৫ আগস্ট সেনা আক্রমণে সপরিবারে নিহত হন মুজিব। রাষ্ট্রপতি হন আওয়ামি লিগ নেতা খন্দকার মোস্তাক আহমেদ। মুজিব-মোস্তাক দু’জনেরই কলেজ জীবন কলকাতায়। মুজিব পড়তেন ইসলামিয়া কলেজে। যার এখনকার নাম মৌলানা আবুল কালাম আজাদ কলেজ। থাকতেন কলেজ হস্টেলে। মোস্তাকের বাস ছিল খিদিরপুরে। বাংলাদেশের মুক্তিযু্দ্ধে মুজিবের নেতৃত্বে লিগে যোগ দিলেও মোস্তাক ছিলেন মুজিবের শত্রু। মুজিব হত্যায় তাঁর হাত ছিল বলে অভিযোগ করা হয়।ছ’মাস পর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে মোস্তাক ক্ষমতাচ্যুত হন।
১৯৭৮-এর ৩ জুন ৭৬.৭ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৯-এর ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন। এপ্রিলে সামরিক আইন প্রত্যাহার। ১৯৮১র ৩১ মে চট্টগ্রামে সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত। মেজর জেনারেল মঞ্জুর রাষ্ট্রপতি। ১৫ নভেম্বর নির্বাচনে জিতে রাষ্ট্রপতি হলেন বিএনপি প্রার্থী এমএ সাত্তার। ১৯৮২র ২৪ মার্চ সেনা প্রধান লেফটেন্যানাট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি হন।
১৯৯০-এর ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহাবউদ্দিন আহমেদের হাতে ক্ষমতা তুলে দেন এরশাদ।১৯৯৬-এ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রপতি হন সাহাবউদ্দিন। ২০০৮-এ দ্বিতীয় বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব নিয়েই যুদ্ধপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি তৎপর। মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠায় মনোযোগী। ২০১৫র ১৭ জানুয়ারি হিন্দু আইনজীবী সুরেন্দ্রকুমার সিনহাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব দেন। এতে ক্ষোভ আওয়ামি লিগের মধ্যেও। বিক্ষুব্ধরা জানে, পদটি কতটা শক্তিশালী। প্রধান বিচারপতির অবস্থান রাষ্ট্রপতির ঠিক এক ধাপ নিচে। পিতা মুজিবের মতই প্রধান বিচারপতিকেই রাষ্ট্রপতি করাটা পছন্দ করেন হাসিনা। এতে সুবিধে দু’দিকে। এক, রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা। দুই, একজন আইনজ্ঞকে অভিভাবক হিসেবে পাওয়া। ভারতে প্রথম সংখ্যালঘু রাষ্ট্রপতি হয়েছিলেন মহম্মদ হিদায়তুল্লা ১৯৬৯-এ। তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন।
হাসিনা সুরেন্দ্রকুমারকে টেনে তুললেন কেন। আইনজীবী বা বিচারপতিদের মধ্যে আওয়ামি লিগের সমর্থক কম নেই। অন্য কাউকেও পছন্দ করতে পারতেন। তা না করে সংখ্যালঘু বিচারপতিকে প্রধান বিচারপতির দায়িত্ব দিলেন। বাংলাদেশে এই মুহুর্তে সংখ্যালঘু মাত্র আট শতাংশ। মৌলবাদ ডানা মেলায় তারা বড় অসহায়। বিশেষ করে দেশত্যাগী হিন্দুর সংখ্যা ক্রমশ বাড়ছে। পশ্চিমবঙ্গের সীমান্ত জেলায় তাদের ভিড়। মৌলবাদীরা সেটাই চায়। বাংলাদেশকে পাকিস্তান বানানোই তাদের উদ্দেশ্য। হাসিনা প্রতিবাদী। তিনি একের পর এক যুদ্ধাপরাধীর ফাঁসির ব্যবস্থা করে কঠিন বার্তা দিয়েছেন। বাংলাদেশকে তিনি ধর্মনিরপেক্ষতার পথেই টেনে নিয়ে যেতে চান। সামনের সব বাধাই তাঁর কাছে তুচ্ছ। হাসিনার আগ্রহেই ২০১৩র ২০ মার্চ বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হয়েছিলেন সংসদের অধ্যক্ষ আব্দুল হামিদ। তার ন’মাস পর সাধারণ নির্বাচন জিতে ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার সাধারণ নির্বাচন ২০১৯’এ। তার আগেই বর্তমান রাষ্ট্রপতি হামিদের মেয়াদ ফুরনোর কথা। সেই শূন্য আসনে সুরেন্দ্রকুমারকে বসানোর সুযোগ ছাড়বেন কেন হাসিনা। বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার সুযোগ তার সামনে। সুরেন্দ্রকুমারও সেই ইঙ্গিত পেয়েছেন। তার জোরেই রাষ্ট্রীয় গরিমা প্রকাশে তিনি ব্যস্ত। সিলেটের সভায় তিনি বলেছেন, আমেরিকার ডলার যার গণতন্ত্র তার। বাংলাদেশে তা নয়। এখানে সবাই সমান।
আনন্দবাজার পত্রিকা
ভারতীয় পত্রিকার খবর : বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন বিচারপতি এসকে সিনহা ...
পশ্চিমাদের স্বার্থে পরিকল্পিতভাবে প্যারিস হামলা: মার্কিন বিশ্লেষক...
ফ্রান্সে হামলা ১৫০ নিহত : জরুরি অবস্থা জারি ...
দীপনকে আমি যেভাবে জানি...
বাংলাদেশ যেভাবে বিপজ্জনক রাষ্ট্র হয়ে উঠছে...
ভেঙে পড়া বিমানে ছিল ৫ লাখ ডলার থাকার দাবি...
এয়ার ইন্ডয়ার খাবারে টিকটিকি...
মিয়নমার বললো দূরবস্থার কারনে বাংলাদেশিরা দেশ ছাড়ছে...
সালাহ উদ্দিন অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার লোক নন...
সুখরঞ্জন অপহরনের সাথে সালাহউদ্দিনের মিল...

Thursday, March 24, 2016

অবসরে যাচ্ছেন মাশরাফি!

ক্রোধের তাপ, চোখ বন্ধ করে প্রাণপণ সংযমে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। তারপরই ক্যাপ খুলে ধোনিদের সঙ্গে হাত মেলাতে শুরু করেন মাশরাফি। কথা বলেন স্টার স্পোর্টসের ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে এসেও বুকের পাথরটা ঠাসা দিয়ে রাখতে হয় তাকে। আসলে বড্ড ক্লান্ত-শ্রান্ত এক যোদ্ধার মতো লাগছিল তাকে। যিনি কি-না প্রতিটি সকাল-দুপুর-সন্ধ্যা একটু একটু করে ছক কষেছেন, ময়দানে লড়াই করে প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক তৈরি করেছেন_ তিনিই কি-না এক গোধূলিতে দেখলেন সূর্য ডোবার মুহূর্তে তার সবকিছুই মিথ্যা! এ যন্ত্রণা বড্ড ভয়াবহ। দুই বছর ধরে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ভালোবাসা, আদর, কখনও
কখনও বকুনি দিয়েও দলের প্রত্যেক ক্রিকেটারের মধ্যে ভেতরের জেদ বের করে আনতে পেরেছেন। তিনিই এখন মনে করছেন, অনেক হয়েছে! ড্রেসিংরুমে কান পেতে শোনা খবর, কলকাতার ইডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলেই এই ফরম্যাট থেকে হাত তুলে নেবেন মাশরাফি। অবসরের ঘোষণা দেবেন টি২০ থেকে। যদিও এই টুর্নামেন্ট শুরুর আগেই কাছের মানুষের কাছে তিনি এমন ইচ্ছের কথাটি বলেছিলেন।
তার প্রথম লক্ষ্য ছিল, দলকে সুপার টেনে নিয়ে যাওয়া। যেটি তিনি সফল হয়েছেন। দ্বিতীয় টার্গেট ছিল, সুপার টেনের দুটি কিংবা একটি দলকে হারানো। ভারতের সঙ্গে মাশরাফিই মস্তিষ্ক খাটিয়ে ধোনিদের হারানোর ছক কষেছিলেন। শুরুর পাঁচ ওভারে পাঁচ বোলারকে আনা, ব্যাটিং অর্ডারে নিজে পাঁচ নম্বরে নেমে ব্যাটিং লাইনআপ লম্বা করা। সবকিছুতেই ছিল তার অনেক দিনের খেটেখুটে করা একটি সুন্দর নকশা। এশিয়া কাপের ফাইনালের পর ভীষণভাবে চেয়েছিলেন ব্যাঙ্গালুরুতে ভারতকে আটকে দেওয়ার। কিন্তু সেটা আর হলো না।
বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর বাংলাদেশ টি২০ খেলবে সেই জানুয়ারিতে নিউজিল্যান্ডে গিয়ে কিউইদের বিপক্ষে। তা ছাড়া বছরে এই ফরম্যাটে খেলাও কম। দুটি কি তিনটি করে খেলতে হয়। তাই এই ফরম্যাটে নতুন কাউকে সুযোগ করে দিতে চাইছেন মাশরাফি।
সেই ২০০৬ সালের ২৮ নভেম্বর, খুলনায় বাংলাদেশের অভিষেক টি২০ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। ২৬ বলে ৩৬ আর বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন। তার পর এই ১০ বছরের মধ্যে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯তম ম্যাচটি খেলতে নামছেন। দলের এবং বোর্ডের কেউ কেউ চাইছেন, ৫০তম ম্যাচটি খেলেই এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিক বিদায় জানাক মাশরাফি। কিন্তু মাশরাফি তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে এই বিশ্বকাপ থেকেই 'অবসর' বলতে চাইছেন। গোড়ালির চোটের কারণে টেস্ট থেকে আগেই সরে এসেছেন, তবে ওয়ানডেতে নিয়মিত থাকতে চান তিনি। শরীর যদি সাপোর্ট করে, তাহলে অন্তত ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে চান। তবে মাশরাফিকে এখন আর শুধু একজন অধিনায়ক হিসেবে দেখে না বোর্ড, তার উপস্থিতি দলকে যে কতটা অনুপ্রাণিত করে তা ভালো করেই জানেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। সেদিন ভারতের সঙ্গে হারার পর বোর্ড সভাপতি ব্যাঙ্গালুরুতে মাশরাফির সঙ্গে কথা বলেছেন।
দলে এ মুহূর্তে তাকে আরও বেশ কিছুদিনের জন্য প্রয়োজন। শেষ পর্যন্ত মাশরাফিই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত কলকাতার ইডেন গার্ডেন্সে কালকের ম্যাচটি স্মরণীয় করে রাখার পণ করেছেন অধিনায়ক নিজেই। সুপার টেন থেকে অন্তত একটি জয় নিয়ে তিনি বাড়ি ফিরতে চান।

৩১ মার্চের পর বন্ধ হয়ে যাতে পারে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের যাত্রীবাহী ফ্লাইট

৩১ মার্চের পর বন্ধ হয়ে যাতে পারে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের যাত্রীবাহী ফ্লাইট

শর্তপূরণ না হলে আগামী ৩১ মার্চের পর বন্ধ হয়ে যাতে পারে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচলও। এ আশঙ্কা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক।

বৃহস্পতিবার বিকাল তিনটায় বেবিচকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। বেবিচক থেকে বিদায় উপলক্ষে এ মতবিনিময়ের আয়োজন করেন এম সানাউল হক।

তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে কার্গো ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা প্রয়োগের পর কিছু শর্ত দিয়েছিলো। ৩১ মার্চের মধ্যে সেসব শর্তপূরণ না করা হলে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে দেশটি। তাই নিরাপত্তার ক্ষেত্রে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি রেডলাইনের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তারা বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে কাজ করছে।

আগামী রবিবার অানুষ্ঠানিকভাবে এয়ার ভাইস মার্শাল এহসানুল হকের কাছে বেবিচকের দায়িত্ব তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, গত বছরের ২৫ অক্টোবর থেকে আমরা নিরাপত্তা ইস্যুতে কাজ করছি।  নিজেদের উদ্যোগেই আমরা করছি। বিদেশি নিরাপত্তা কোম্পানির কর্মীরা দক্ষ। তারা জানেন, আধুনিক মেশিন  কিভাবে যথার্থভাবে চালাতে হয়। আমাদের স্বল্প জনবলের কথা উল্লেখ করে আমরা সরকারের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি।

প্রতিদিন  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার জন্য ৭২০ জন লোকবল প্রয়োজন বলেও জানান এস এম সানাউল হক।

যুক্তরাজ্য সরকার তাদের ওয়েবসাইটে ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’ শীর্ষক বিজ্ঞপ্তিতে নিরাপত্তার কারণ দেখিয়ে সম্প্রতি বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিমা অন্যান্য দেশগুলোর পক্ষে যুক্তরাজ্যের বিমান নিরাপত্তা বিষয়ক দপ্তর বিশ্বের ২০টি দেশের ৩৮টি বিমানবন্দরের তালিকা তৈরি করেছে। ওই তালিকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এ প্রেক্ষিতে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে সচেষ্ট হয়েছে বাংলাদেশ।

গত ২০ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্যভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেডকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৭৩ কোটি ২৫ লাখ টাকা।

বিরল ঘটনা, ডুবে যাওয়া মাকে বাঁচালো মাত্র ৫ বছরের মেয়ে

বিরল ঘটনা, ডুবে যাওয়া মাকে বাঁচালো ৫ বছরের মেয়ে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের। মায়ের প্রাণ রক্ষা করায় ৫ বছর বয়সী ওই শিশুকে বীরোচিত সম্মান জানানো হচ্ছে।
তাদের বাড়ির পেছনের পুলে ডুবে যাওয়ার সময় তার মাকে রক্ষা করে মেয়েটি। মেয়েটির দৈহিক আকার এবং হাবভাব লাজুক গোবেচারা টাইপের হলেও এখন সে হিরো। আলিশন আন্ডারওয়ার্ড ঠিক তার মা ট্রেসিকে অবিশ্বাস্য শক্তি প্রয়োগ করে বাঁচিয়েছে।
তার মা ট্রেসি বলছিলেন, আমি যখন হাসপাতালের বিছানায় চেতনা ফিরে পাই তখন আমার কোনো ধারণা ছিল না যে, আমি কোথায় ছিলাম।
ধারণা ছিল না যখন তিনি
সাঁতার কাটতে না পারায় যন্ত্রণার মুহূর্ত ভোগ করছিলেন। তখন প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল।
তাদের বাড়ির সংরক্ষিত সিসি টিভির ফুটেজে এ ঘটনার বিস্তারিত দেখা যায়।
শিশু আলিশন ওই মুহূর্তে বুঝতে পেরেছিল, তার মায়ের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। দেখতে পায়, পানির মধ্যে কিছু একটা ঘূর্ণিপাক খাচ্ছে। দেরি না করে শিশুটি তার মাকে পানি থেকে টেনে তুলতে চেষ্টা শুরু করে।
বিভিন্নভাবে সে চেষ্টা করলেও পেরে উঠতে পারছিল না। এরপরও হাল ছাড়েনি মেয়েটি।
এরপর সে তার মাকে উল্টিয়ে ফেলে এবং তার মাথা পানি থেকে টেনে তুলতে চেষ্টা করে। এরপর অন্য কারো সাহায্যের জন্য সে বাড়ির ভেতরে যায়। পরে তার চাচি এবং বোনেরা দৌড়ে আসে।
আলিশনের চাচি ট্রেডরা হান্ট বলেন, আলিশনের মা অনেক ভারী।
আমি শুধু তার শরীরের উপরের একটি অংশকে তুলতে পেরেছি। তার মেয়েরা দ্রুত এসে পানি থেকে তুলতে আমাকে সাহায্য করে। এ পরিস্থিতিতে আলিশন শুধু নিজেকেই রক্ষা করতে পারতো। সে যা করেছে সত্যিই বিস্ময়কর ঘটনা।
শিশু আলিশন মাত্র আড়াই বছর বয়সে সাঁতার শেখে। তার এই বীরত্বপূর্ণ কাজের জন্য সে বেশিকিছু বলতে আগ্রহী নন, এখন তার মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে পেরে সৌভাগ্যবান।

সাংবাদিকের কাছে এমন প্রশ্ন আশা করেননি ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

জয়ের পর হয়ত নিজের দেশের সাংবাদিকের কাছে এমন প্রশ্ন আশা করেননি ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রশ্নকারী সাংবাদিকও হয়ত ভাবিনী, তার এই প্রশ্ন এতটাই উত্তেজিত করে দেবে ধোনিকে?
বেঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে অভাবনীয় জয়ের পর সংবাদ সম্মেলনে বসতেই ধোনির দিকে উড়ে গেল প্রশ্ন, ‘এমন জয়ে আপনি কতটুকু সন্তুষ্ট?’ প্রশ্নকর্তা হয়তো বলতে চেয়েছিলেন, যেখানে সেমিফাইনালের পথ সুগম করতে ভারতের বড় জয় প্রয়োজন, সেখানে বাংলাদেশের
বিপক্ষে ১ রানের জয়ে অধিনায়ক কি আদৌ সন্তুষ্ট হতে পারেন কি না!
হাসিমুখে সংবাদ সম্মেলন-কক্ষে ঢুকে ওমনিতেই ধোনির মুখে রাজ্যের অন্ধকার। প্রশ্নকারীকে আক্রমণাত্মক ঢংয়েই বললেন, ‘আমার তো মনে হয় আজ ভারতের জয়ে আপনিই খুশি না।’
ভারত অধিনায়কের মুখে এমন উত্তরে ভ্যাবাচ্যাকা খেয়েই সেই সাংবাদিক নিজের প্রশ্নের ব্যাখ্যা দিতে গেলেন। কিন্তু ধোনি তাঁকে থামিয়ে দিয়ে উগরে দেন নিজের যত ক্ষোভ, ‘শুনুন। আপনার প্রশ্ন শুনে, আপনার প্রশ্ন করার ভঙ্গি ও গলার স্বর শুনে আমি নিশ্চিত, আপনি ভারতের আজকের জয়ে একেবারেই খুশি হতে পারেননি। আর একটা কথা আপনাকে বলি, ক্রিকেট খেলা কখনো চিত্রনাট্য মেনে হয় না।’
ধোনির রাগ এরপরেও কমেনি। তিনি বলে যান, ‘আপনি যদি আজকের ম্যাচের সবকিছু বিচার-বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন আমরা টস হেরেছি, প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারিনি। তবে আমি জানি আপনি এই পরিস্থিতি বিশ্লেষণ করতে পারবেন না। কারণ মাঠের বাইরে বসে এসব বিশ্লেষণ করা সম্ভব নয়।’

ঢাকার দোহারে নির্বাচনী সহিংসতায় জালাল মাতবর নামে একজন নিহত

ঢাকার দোহারে নির্বাচনী সহিংসতায় জালাল মাতবর নামে একজন নিহত
ঢাকার দোহারে নির্বাচনী সহিংসতায় জালাল মাতবর নামে একজন নিহত হয়েছে।এ ছাড়া শিশু ও নারীসহ ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল থেকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
আহতরা হলেন  মিনারা (১১), আল আমিন (১২), আমেনা (৪০), সোহাগ (৩০), আতিউর রহমান (২৫), দেলোয়ার (৩৫), শাহিন (২৪), শাকিব (২৩), লতিফ বেপারী (৬৫), কোব্বাত (৪০), মো. বিল্লাল মাতবর (৩৮) ও আব্দুস সালাম (৬০)।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বিলাশপুর ইউনিয়নের পূর্বচর এলাকায় বিজয়ী ইউপি সদস্য আবুল হোসেনের সমর্থকরা এলাকায় বিজয় মিছিল ও রং উৎসব করে। এ সময় পরাজিত সদস্য আলাল মাতবরের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে শতাধিক লোক জালাল মাতবরের বাড়িতে হামলা চালায়। এ হামলায় জালাল মাতবরসহ ১৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জালাল মাতবরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) গোলাম আজাদ খান বলেন, বিলাশপুর এলাকায় চিরুনী অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

বিলাসপুরে ফের নির্বাচন পরবর্তী সহিংসতা, নিহত ১, আহত ১৫


দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে ফের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জালাল মাতবর (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আলাল মাতবর ও আবুল বেপারী। নির্বাচনে আলাল মাতবরকে পরাজিত করে আবুল বেপারী জয়লাভ করেন। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বিজয়ী প্রার্থী আবুল বেপারী তার সমর্থকদের নিয়ে বাদ্য-বাজনা সহকারে এলাকায় আনন্দ মিছিল বের করে। মিছিলটি নিয়ে পরাজিত প্রার্থী আলাল মাতবরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের সাথে মিছিলকারীদের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। কথা কাটাকাটির একপর্যায়ে  আবুল ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে আলাল মাতবরের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা করে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় জালাল মাতবর নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন। ঘটনার পরপরই হামলাকারীদের ধরতে এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৮ জনকে আটক করে পুলিশ।