Thursday, March 24, 2016

বিলাসপুরে ফের নির্বাচন পরবর্তী সহিংসতা, নিহত ১, আহত ১৫


দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে ফের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জালাল মাতবর (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আলাল মাতবর ও আবুল বেপারী। নির্বাচনে আলাল মাতবরকে পরাজিত করে আবুল বেপারী জয়লাভ করেন। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বিজয়ী প্রার্থী আবুল বেপারী তার সমর্থকদের নিয়ে বাদ্য-বাজনা সহকারে এলাকায় আনন্দ মিছিল বের করে। মিছিলটি নিয়ে পরাজিত প্রার্থী আলাল মাতবরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের সাথে মিছিলকারীদের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। কথা কাটাকাটির একপর্যায়ে  আবুল ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে আলাল মাতবরের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা করে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় জালাল মাতবর নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন। ঘটনার পরপরই হামলাকারীদের ধরতে এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৮ জনকে আটক করে পুলিশ।

No comments:

Post a Comment