Tuesday, March 22, 2016

দোহারের পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যাঁরা

*****দোহারের পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যাঁরা

ঢাকার দোহারে পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে ৩টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও ২টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছে।
মুকসুদপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী এম এ হান্নান ১০ হাজার ৬৮০ ভোট পেয়ে পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বিএনপি প্রার্থী আব্দুল হালিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৯৬ ভোট। নারিশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন দরানী আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আওলাদ হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮১১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ডা. আবুল কালম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৩ ভোট ও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী লুৎফর রহমান পেয়েছেন ২ হাজার ৭৪৩ ভোট।
বিলাসপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন মোল্লা আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ২৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী হুকুম আলী চোকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১২ ভোট।
কুসুমহাটি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আমজাদ হোসেন আজাদ ৪ হাজার ৬২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহাব দোহারী চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৬০ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান পান্নু ২ হাজার ৫৭২ ভোট, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী শাহ স¤্রাট চিশতি ১ হাজার ৮৩৯ ভোট, মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মাখন ৪৭৪ ভোট, টেবিল ফ্যান প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আসলাম ৫৫ ভোট ও টেলিফোন প্রতীক নিয়ে নাজমা আক্তার ১৫ ভোট পেয়েছেন।
নয়াবাড়ি ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম আহম্মেদ হান্নান ৪ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকতটম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বজলুর রহমান কামাল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৭১ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আবুল হোসেন ভূইয়া হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৭ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূইয়া ও প্রার্থীদের উপস্থিতিতে উপজেলা সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দুই রির্টানিং কর্মকর্তা জসিম উদ্দিন ও নুরুল হক।

No comments:

Post a Comment