Tuesday, March 22, 2016

দেশে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, আতঙ্কিত ব্যাক্তির বাড়ি চট্টগ্রামে। ২০১৪ সালে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আক্রান্ত ব্যাক্তির স্বজন ও প্রতিবেশি কারো শরীরে এই রোগের সংক্রমণ পাওয়া যায়নি। এছাড়া আক্রান্ত ব্যাক্তি কখনো দেশের বাইরে গিয়েছিলো এ ধরনের কোনো তথ্যও পাওয়া যায়নি।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সংক্রমণের তেমন কোনো ঝুঁকি নেই। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই বলে জানান প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, জিকা ভাইরাস সংক্রমণের প্রধান মাধ্যম যেহেতু মশা তাই সারাদেশে এরই মধ্যে মশা নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।

No comments:

Post a Comment