Sunday, March 20, 2016

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় কাউন্সিলে যোগ দিতে আসা যুক্তরাজ্য বিএনপির প্রতিনিধিদলের কয়েকজন নেতা।
যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের নেতৃত্বে রোববার রাত সাড়ে ৯ টায় গুলশান কার্যালয়ে এই সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা সলিসিটর একরামুল হক মজুমদার, বিএনপি নেতা নিজাম উদ্দিন আহমেদ, আইনজীবী নেতা ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা ও বিএনপি নেতা মফিজ খান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বেগম জিয়া যুক্তরাজ্য বিএনপির খোঁজখবর নেন এবং নেতৃবৃন্দকে প্রবাসে সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিষয়ে প্রচারণা চালাবার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান ও বিশেষ সহকারী শিমুল বিশ্বাস

No comments:

Post a Comment