Saturday, March 19, 2016

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারে বিসিবি! .

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারে বিসিবি!
.
তাসকিনের আহমেদের নিষেধাজ্ঞাকে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তো বটেই খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সন্দেহের চোখে দেখছে। এমনকি সংস্থাটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আপিলও করতে পারে। এমনই খবর জানিয়েছে দৈনিক ইত্তেফাক।
.
প্রত্রিকাটি লিখেছে,‘অবিচারের শিকার তাসকিন, আপিল করা হতে পারে!’
এমনকি বোর্ডের পরামর্শক ও আইনজীবি মুস্তাফিজুর রহমানও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন তুলেছেন আইসিসির পরীক্ষা ব্যবস্থা নিয়ে।
.
উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম পর্বে ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আরাফাত সানির সঙ্গে তাসকিনের অ্যাকশন নিয়েও সন্দেহ তোলেন আম্পায়াররা।পরে গত ১২ মার্চ স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে সানি ও ১৫ মার্চ পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে তাসকিন চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। শনিবার সেগুলোরই চূড়ান্ত রিপোর্ট বাংলাদেশের বিপক্ষে যায়।

No comments:

Post a Comment