Sunday, March 20, 2016

বাংলাদেশিসহ ৬০০ শরণার্থীকে উদ্বার করা হয়েছে

বাংলাদেশিসহ ৬০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়ার পশ্চিম উপকূলে চারটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। এদিকে ইটালির কোস্ট গার্ড সিসিলি প্রণালী থেকে আরও ৯০০ শরণার্থীকে উদ্ধার করেছে।
লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেমের বরাতে রয়টার্সের প্রতিবেদনে
বলা হয়, শনিবার ভূমধ্যসাগরে ইউরোপমুখী চারটি নৌকা থেকে তারা ছয়শ জনকে উদ্ধার করেন। এর মধ্যে একটি নৌকা ডুবে গিয়েছিল।
কাশেম জানান, উদ্ধার হওয়া শরণার্থীরা অভিবাসীরা বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশের নাগরিক বা তাদের পরিচয় কি- সে বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে কোন তথ্য দেয়া হয়নি।
এ বিষয়ে লিবিয়ায় বাংলাদেশ মিশনের কোন বক্তব্যও পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে চার অভিবাসী নারীর মৃতদেহ পাওয়া গেছে সাগরে। বেশ কয়েকজনের নিখোঁজ থাকার কথাও কাশেম জানিয়েছেন।
২০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস
বাংলাদেশীসহ ৬০০ শরণার্থী উদ্ধার

No comments:

Post a Comment