Sunday, March 20, 2016

তপ্ত মরুভূমির দেশ কাতার।

তপ্ত মরুভূমির দেশ কাতার। সেখানে মাটিবিহীন কৃষিতে স্ট্রবেরি চাষ। গ্রিনহাউজে শোলা’র টবে ১ বর্গফুট জায়গায় একটার ওপর আর একটা বসিয়েে এরকম ১০টি টবে ৪০টি স্ট্রবেরি গাছ থেকে এক মৌসুমে ফল আসে নূন্যতম ৫৩ কেজি। বিশ্বব্যাপী জমি কমছে তাই দিগন্তজুড়ে আবাদের দিন শেষ। এখন স্বল্প জায়গায় বেশি ফলনের লক্ষে উর্ধমুখী আবাদ বিস্তারের যুগ। #SSERAJ7

আল সুলাইতিন ফার্ম, কাতার  

ছবি: Taufique Ahmed

No comments:

Post a Comment