Tuesday, March 22, 2016

বরেন্দ্র এলাকায় আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষার জন্য নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন

বরেন্দ্র এলাকায় আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষার জন্য নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন সীমানায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাবুডাইং গ্রামের কোল শিশুদের মাতৃভাষায় শিশু শ্রেণী পর্যন্ত শিক্ষার জন্য নির্মিত বিদ্যালয় ভবন মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়েছে।আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসআইএল ইন্টারন্যাশনাল পরিচালিত বিদ্যালয়টির ভবন উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এসআইএল ইন্টারন্যাশনাল, দক্ষিণ এশিয়ার এরিয়া ডিরেক্টর কারষ্টেন ভ্যান রিজেন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিয়াস টুডু, মোহনপুর ইউ.পি চেয়ারম্যান খাইরুল ইসলাম, পাশের প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস,চাঁপাইনবাবগঞ্জের জেষ্ঠ্য সাংবাদিক আনোয়ার হোসেন দিলু প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধব কোল টুডু। অনুষ্ঠানের শেষ পর্বে এ বিদ্যালয়ের শিশু শ্রেনী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

No comments:

Post a Comment