Thursday, March 24, 2016

ঢাকার দোহারে নির্বাচনী সহিংসতায় জালাল মাতবর নামে একজন নিহত

ঢাকার দোহারে নির্বাচনী সহিংসতায় জালাল মাতবর নামে একজন নিহত
ঢাকার দোহারে নির্বাচনী সহিংসতায় জালাল মাতবর নামে একজন নিহত হয়েছে।এ ছাড়া শিশু ও নারীসহ ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল থেকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
আহতরা হলেন  মিনারা (১১), আল আমিন (১২), আমেনা (৪০), সোহাগ (৩০), আতিউর রহমান (২৫), দেলোয়ার (৩৫), শাহিন (২৪), শাকিব (২৩), লতিফ বেপারী (৬৫), কোব্বাত (৪০), মো. বিল্লাল মাতবর (৩৮) ও আব্দুস সালাম (৬০)।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বিলাশপুর ইউনিয়নের পূর্বচর এলাকায় বিজয়ী ইউপি সদস্য আবুল হোসেনের সমর্থকরা এলাকায় বিজয় মিছিল ও রং উৎসব করে। এ সময় পরাজিত সদস্য আলাল মাতবরের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে শতাধিক লোক জালাল মাতবরের বাড়িতে হামলা চালায়। এ হামলায় জালাল মাতবরসহ ১৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জালাল মাতবরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) গোলাম আজাদ খান বলেন, বিলাশপুর এলাকায় চিরুনী অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

No comments:

Post a Comment