Sunday, March 20, 2016

অবৈধ বোলিং অ্যাকশন ও কিছু কথা

দুর্দান্ত ফর্মে আছে সোহাগ
গাজী। সদ্যই বিশ্ব রেকর্ড গড়লো
এই বোলার, কিন্তু তারপরই
হঠাৎ গাজীর বোলিংকে অবৈধ
ঘোষনা করলো আইসিসি। ফর্মে
থাকা আলআমীনকে শেষ করার
অনেক চেষ্টা করেও সফল
হয়নি তারা। পাকিস্তানের সাঈদ
আজমল যখন বোলিং রাজ্যে রাজত্ব
করছিল, তার বল অবৈধ ঘোষনা
করে তার ক্যারিয়ার নষ্ট করলো
আইসিসি। বিশ্বক্রিকেটে
দীর্ঘদিন অলরাউন্ডার হিসাবে
খেলা
হাফিজের বোলিং ক্যারিয়ার
বরবাদ করে দিলো আইসিসি।
ওয়েষ্ট
ইন্ডিজের সুনীল নারাইনের
বিষাক্ত স্পিন এক নিমিষে শেষ
করে দিলো আইসিসি। তাদের
কালো হাতে পরে ক্যারিয়ার নষ্ট
হয়েছে সেনানায়েক,
হোল্ডার,উতসিয়াদের। কিন্তু আজ
পর্যন্ত কোনো ভারতীয়,
অষ্ট্রেলিয়ান বা ইংলিশ
তারকাকে
নিষিদ্ধ হতে দেখলাম না !!! আর
আইসিসি অন্যদেশের সেই
খেলোয়ারকেই নিষিদ্ধ করে যারা
থাকে সেরা ফর্মে। যেই
তালিকায় সর্বশেষ যুক্ত হলো
তাসকিন ও আরাফাত সানির নাম।
তারা
চোখে দেখে না বোমরা বা
আশ্বিনদের। আমি ক্রিকেট
বিশ্বের প্রত্যেককে বলবো এখন
যদি সবাই গর্জে না উঠে,
তবে শীঘ্রই ক্রিকেট হারাতে
যাচ্ছে তার নিজস্ব রং। তিন
মোড়লের আইসিসি নষ্ট করছে
ক্রিকেটকে। সবাই গর্জে
উঠুন। আইসিসিকেই আমরা অবৈধ
ঘোষনা করি |

No comments:

Post a Comment