Sunday, March 20, 2016

পঞ্চম শ্রেনীর ২০ শিক্ষার্থী গিয়েছিলো কৃষকের ক্ষেতে আলু তুলতে।

চ্যানেল আই-এর হৃদয়ে মাটি ও মানুষের নিয়মিত কার্যক্রম ফিরে চল মাটির টানে জুনিয়র-এ এবার রাজধানীর বারিধারা স্কলার্স ইনস্টিটিউটশন-এর পঞ্চম শ্রেনীর ২০ শিক্ষার্থী গিয়েছিলো কৃষকের ক্ষেতে আলু তুলতে। গত বছর ২ ডিসেম্বর ওই শিক্ষার্থীরা মুন্সিগঞ্জ জেলা সদরের বাগেশ্বর গ্রামের কৃষক মিলন মাতবরের ক্ষেতে রোপন করেছিল আলুবীজ। নিজেদের রোপন করা ক্ষেতের আলু তোলার কার্যক্রমটি দেখুন আজ (১৯ মার্চ) রাত ৯:৫০ মিনিটে হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। #SSERAJ7

No comments:

Post a Comment