Saturday, March 19, 2016

শসার গুনাগুন . *

শসার গুনাগুন
.
* শসা মূত্রবর্ধক হিসেবে কাজ করে।
* শরীরের জমানো ক্ষতিকর ও বিষাক্ত...
উপাদানগুলো অপসারণ করে রক্তকে পরিষ্কার
রাখে।
.
* শসা বুক জ্বলা, পাকস্থলীর
এসিডিটি এমনকি গ্যাস্ট্রিক
থেকে মুক্তি দিতে পারে।
.
* প্রতিদিন শসার জুস
খেলে অ্যাকজিমা এবং গাউটে উপকার
পাওয়া যায়। এটি ডায়াবেটিসও
কিছুটা উপশম করে।
.
* বাত-ব্যথা প্রশমনের জন্য শসা ও গাজর
একসঙ্গে জুস বানিয়ে খেলে উপকার পাবেন।

* শসার জুস কিডনি এবং গলব্লাডারের পাথর
অপসারণে সহায়তা করে।
* শসা হাত ও পায়ের নখ ভাঙা প্রতিরোধ করে।
.
√ বিঃদ্রঃ আমাদের পোষ্ট যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে অথবা উপকারে এসে থাকে,
তবে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন ।
পেইজে প্রতিদিন নিয়মিত লাইক না দিলে,
আপনি আর আমাদের পোষ্ট দেখতে পাবেন না ।
তাই প্রতিদিন নিয়মিত পোষ্ট দেখতে লাইক দিয়ে একটিভ থাকুন ।
.
আমাদের পোষ্ট গুলো যদি আপনার ভালো লাগে,
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে কমেন্ট করুন ।
.
T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (Very Fine)
G= (Good)
O= (Osthir) লিখে কমেন্ট করবেন ।
.
আপনাদের কমেন্ট দেখলে,
আমি ভালো পোষ্ট দিতে উত্সাহ পাই । :)
তাহলে আরো ভালো পোষ্ট নিয়ে হাজির হবো ।
আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য ।
ধন্যবাদ । :)

No comments:

Post a Comment