Wednesday, March 23, 2016

আজ টস জিতবেন তো মাশরাফি?

পর পর সাত প্রচেষ্টায় রাজ্য পুনরুদ্ধার করতে পারেননি রবার্ট ব্রুস। অষ্টমবার ঠিকই ব্রিটিশদের হারিয়ে স্কটল্যান্ডকে উদ্ধার করেন। গল্পটা সবারই জানা তবু বলার অর্থ হলো মাশরাফিকে উদ্দেশ্য করে।
গত সাত ম্যাচে টানা টস হেরেছেন মাশরাফি। আজ অষ্টম প্রচেষ্টায় টস ভাগ্য ফিরবে কি টাইগার দলপতির। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টস জিতেন মাশরাফি। এরপর সাত ম্যাচে টস হেরেছেন তিনি।
কয়েকটি ম্যাচে টস হারের প্রভাবটা টেরও পেয়েছে বাংলাদেশ। বিশেষত, এশিয়া কাপের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে শুরুতে টস জিতে ফিল্ডিং করতে পারলে যে ফল ভিন্ন রকম হতে পারত, তা স্বীকার করেছেন অনেকেই। বিশ্বকাপে গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাতেও টস জিতলে ফলাফল অন্যরকম হতে পারতো।
এর আগে কিছুটা আক্ষেপ করে অন্যকে দিয়ে টস করানোর কথাও বেবেছিলেন মাশরাফি। আজকের ম্যাচে টস অনেক গুরুত্বপূর্ণ। কারণ স্পিন দিয়ে বাংলাদেশকে বধ করার চেষ্টা করছে ভারত।পরে বোলিং করলে অশ্বিন-জাদেজারা শিশিরের কারণে সেই পরিমানে টার্ন পাবেন না যেমনটা আগে ভারত বোলিং করলে পাবে।
ভারত-পাকিস্তান ম্যাচে দেখা গিয়েছে প্রথমে বোলিং করে ভারতীয় স্পিনাররা পাক ব্যাটসম্যানদের উপর ছড়ি ঘুড়িয়েছে। পরে একই পিচে ভারতের ব্যাটসম্যানদের উপর প্রভাব ফেলতে পারেননি আফ্রিদিরা।

No comments:

Post a Comment