Tuesday, March 22, 2016

দোহার স্থানীয় মেঘুলায় দ্বরানী ও আওলাদ সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া



ভোট দিতে না পারাকে কেন্দ্র করে নারিশা ইউনিয়নের মেঘুলায় মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দ্বরানী ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেনের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। জাল ভোট দেওয়া কে কেন্দ্র করে মেঘুলা ৪ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এই সংঘর্ষ হয়।
জানা যায় দুপুরের দিকে ভোট দিতে এসে মেঘুলার প্রভাবশালী খালাশি পরিবারের হুমায়ন খালাশি দেখেন তার ভোট দেয়া হয়ে গেছে। এই ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী আওলাদ হোসেনের কর্মীদের সাথে তর্কাতর্কি এবং পর্যায় সংঘর্ষে রূপ নেয়। এই সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দ্বরানীর সমর্থকদের সাথে আওলাদ হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই ধারওয়া পাল্টা-ধাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এবং ভোট কেন্দ্র মুহুর্তে খালি হয়ে যায়। ভোট কেন্দ্রে প্রচুর পরিমানে র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

If you are not automatically redirected, click here.
মার্চ 22, 2016 
  
  
মেঘুলায় আওয়ামী লীগ প্রার্থী দ্বারা সাংবাদিক লাঞ্চিত
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দোহারে চলছে সুষ্ঠ ভাবে ভোটগ্রহন
বিলাশপুর ইউনিয়ন: অঘোষিত কার্ফিউয় আতঙ্কিত সাধারন মানুষ
এই রকম আরও সংবাদ

No comments:

Post a Comment