#জোরে আমীন প্রসঙ্গেঃ
হ্যাঁ সুরা ফাতিহা শেষে জোরে আমীন বলতে হবে, তবে আমাদের একটি ভুল হয়ে থাকে, এমন কি আলামিন মাসজিদেও এই ভুলটি হচ্ছে।
ইমামের আমীন বলার পূর্বেই, "ওয়ালদ্দলিন" বলার সাথে সাথেই আমীন বলা হয়ে থাকে। এটা একটি ভুল।
=========================================================
সলাতের মধ্যে কোন কাজ ইমামের পূর্বে করা যাবে না, আর আমিনের ব্যপারে সহি বুখারির স্পষ্ট হাদিস রয়েছে,
ইমাম যখন আমীন বলে তখন তোমরা আমীন বল, অর্থাৎ ইমামের পূর্বে আমীন বলা যাবে না।
Friday, March 18, 2016
#জোরে আমীন প্রসঙ্গেঃ হ্যাঁ সুরা ফাতিহা শেষে জোরে আমীন বলতে হবে, তবে আমাদের একটি ভুল হয়ে থাকে, এমন কি আলামিন মাসজিদেও এই ভুলটি হচ্ছে। ইমামের আমীন বলার পূর্বেই, "ওয়ালদ্দলিন" বলার সাথে সাথেই আমীন বলা হয়ে থাকে। এটা একটি ভুল। ========================================================= সলাতের মধ্যে কোন কাজ ইমামের পূর্বে করা যাবে না, আর আমিনের ব্যপারে সহি বুখারির স্পষ্ট হাদিস রয়েছে, ইমাম যখন আমীন বলে তখন তোমরা আমীন বল, অর্থাৎ ইমামের পূর্বে আমীন বলা যাবে না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment