Friday, March 18, 2016

আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে

আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে আইনজীবীদের সাক্ষাৎকালে তিনি বলেন-
.
আমি শহিদী মৃত্যু চাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকটি প্রাণীরই মৃত্যু আছে। আল্লাহতায়ালা প্রত্যেকের মৃত্যুর সময়, তারিখ, স্থান নির্ধারণ করে রেখেছেন। আমার মৃত্যুর যে স্থান, সময় নির্ধারণ করে রাখা হয়েছে তার আগে কিংবা পরে আমার মৃত্যু হবে না। মৃত্যু অনিবার্য। আমাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে অবশ্যই আমি শাহাদাতের মৃত্যু লাভ করবো।
.
আর একজন মুমীন হিসেবে আমি শহিদী মৃত্যু কামনা করি। আমার বয়স হয়েছে। যে কোন সময় আমার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ যদি আমাকে শহিদী মৃত্যু দেন সেটা হবে আমার পরম সৌভাগ্য। আমি শহিদী মৃত্যু কামনা করি।
শহিদী মৃত্যু জীবনকে গৌরবান্বিত করে। তবে যে অপবাদ আমার বিরুদ্ধে রচনা করা হয়েছে এ অপবাদ নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় দেয়া হবে, এটা আমার জন্য কষ্টকর। সম্পূর্ণ মিথ্যা ও সাজানো ঘটনায় আমাকে হত্যা করা আমার জন্য কষ্ট হলেও একদিন এ হত্যাকান্ডের বিরুদ্ধে গোটা জাতি জেগে উঠবে।

No comments:

Post a Comment