Saturday, March 19, 2016

৫৪ ম্যাচের টি২০ ক্যারিয়ারে ইনিংস ৪৬টি ফিফটি মাত্র ১টি,,,, রান করেছেন ৬৭৭= স্ট্রাইকরেট ১১১ আমাদের ওয়ানডে ও টেস্টে সেরা ব্যাটস্ম্যান তবে টি২০তে আমার মনে হয় নিজেকে টিক মেলে ধরতে পারছেনা মুশফিক,,,,, ফর্মের কথা না হয় বাদই দিলাম,,, টি২০তে স্ট্রাইকরেট বাড়ানোটা তো জরুরী। টি২০র আসল স্বাদ পেতে হলে বাংলাদেশকে উইকেট কিপার কাম বিগ হিটার ব্যাটস্ম্যান খুজতে হবে। সে যে পজিশনেই নামুক না কেন,,,, তার কাজ হবে প্রতিপক্ষের বোলিং বিভাগকে তছনছ করে দেয়া। , সেরকম একজনের অপেক্ষায় বাংলাদেশ

৫৪  ম্যাচের টি২০ ক্যারিয়ারে
ইনিংস  ৪৬টি
ফিফটি মাত্র ১টি,,,,

রান করেছেন ৬৭৭=
স্ট্রাইকরেট ১১১

আমাদের ওয়ানডে ও টেস্টে সেরা ব্যাটস্ম্যান তবে টি২০তে আমার মনে
হয় নিজেকে টিক মেলে ধরতে পারছেনা
মুশফিক,,,,,

ফর্মের কথা না হয় বাদই দিলাম,,,
টি২০তে স্ট্রাইকরেট বাড়ানোটা তো জরুরী।

টি২০র আসল স্বাদ পেতে হলে
বাংলাদেশকে উইকেট কিপার কাম
বিগ হিটার ব্যাটস্ম্যান খুজতে হবে।

সে যে পজিশনেই নামুক না কেন,,,,
তার কাজ হবে প্রতিপক্ষের বোলিং বিভাগকে
তছনছ করে দেয়া।
,
সেরকম একজনের অপেক্ষায় বাংলাদেশ

No comments:

Post a Comment