Friday, March 18, 2016

চোখ দিয়ে পানি পড়ছে

চোখ দিয়ে পানি পড়ছে
তার মানে এই নয় যে আমি কাঁদছি
আমার কান্না মানায় না.....
কারন, আমি তো দোষী,
তোমাকে মিস করাটা আমার দোষ !
তোমাকে আমার নিজের থেকে বেশী
ভালবাসাটা আমার সব থেকে বড় দোষ ।
প্রতি মূহুর্তে কল্পনায় তোমাকে নিয়ে সুখ সুমুদ্রে
হারিয়ে যাওয়াটাও আমার দোষ ।
এখন তোমার কথা মনে পড়লেই
আমার চোখ দিয়ে পানি পড়ে এটিও মনে হয় আমার অপরাধ ।
পারলে আমার এই দোষগুলো ক্ষমা করে দিও .......
কারন, জীবনের বাকিটা দিন গুলোতেও
হয়তো আমার এই একই ভূল হবে ।
পারবে তুমি আমাকে ক্ষমা করে দিতে... ??

No comments:

Post a Comment