Friday, March 18, 2016

হুজুর বর্ণনা করেন

হুজুর (  صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم )  বর্ণনা করেন
আমি মেরাজের রজনীতে ছয় শ্রেণীর নারীকে জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে দেখেছি।
( ১) ঐ নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বাহির হয়
( ২) ঐ নারী যে তার স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে সম্মান করেনা
( ৩) ঐ নারী যে তার স্বামী থাকার সত্ত্বেও পর পুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয়
( ৪) ঐ নারী সে অপবিত্র থাকার সত্ত্বেও পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজের অমনোযোগী।
( ৫) ঐ নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত গায়।
( ৬) ঐ নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়।
আল্লাহ আপনি আমাদের মুসলিম নারীদের হেফাজত করুন। আপনার এবং রাসূল ( صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) দেখানো পথে চলার তওফিক দিন।

No comments:

Post a Comment